হাতিয়ায় রকেট ফ্লেয়ার ও আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৬:১৪
অ- অ+

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও রকেট ফ্লেয়ারসহ দুইজন অস্ত্র ব্যবসায়ী আটকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতরা হলেন, ওসমান গণি (৫৫) ও তার সহযোগী শাহেদ (৫২)।

বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরুদ্দি বাজার সংলগ্ন লোহার পুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি কার্তুজ, ৪টি রকেট ফ্লেয়ার এবং ৩টি মোবাইলসহ কুখ্যাত অস্ত্রব্যবসায়ী ওসমান গণি (৫৫) ও তার সহযোগী শাহেদকে (৫২) আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের জব্দকৃত আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা মঈন খানের
জিকে শামীম ও তার মায়ের দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি
বিমানে মেলেনি কোনো বোমার আলামত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা