ন্যাশনাল ব্যাংকের আগামী কর্মপন্থা নিয়ে কৌশলগত পর্যালোচনামূলক সভা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৩৫| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৮
অ- অ+

ন্যাশনাল ব্যাংকের চলতি ও আগামী বছরের কর্মপন্থা নিয়ে কৌশলগত পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার নিউ ইস্কাটনে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ, মো. আব্দুল মতিন প্রমুখ।

সভায় ব্যাংকের খেলাপি ঋণ আদায়, চলমান তারল্য সংকট নিয়ে দূরীকরণ, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত সংগ্রহ ও ঋণ প্রদান এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান।

এসময় ন্যাশনাল ব্যাংকের চলমান তারল্য সংকট অচিরেই কেটে যাবে বলে তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

এছাড়াও তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে নিজেকে যেভাবে রক্ষা করবেন
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা, নিহত ১১
২১১ রানের লিড নিয়ে স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ
কোন সময়ে শীতে রোদ পোহালে শরীরে তৈরি হবে ভিটামিন ডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা