বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস: ট্রাম্প বললেন ‘কিছুই আসে যায় না’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ১০:৩৫| আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৯
অ- অ+

মার্কিন যুক্তরাষ্ট্র অধিক হারে শুল্ক আরোপ করায় বিশ্বজুড়ে ধস নেমেছে শেয়ার বাজারে। এটিকে ‘কার্যকরী ওষুধ’ হিসেবে উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, শেয়ার বাজারে ধসের ঘটনায় তার কিছুই আসে যায় না।

ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, চীন ও ইউরোপসহ অন্যান্য দেশ বাণিজ্য ঘাটতি কমানোর আলোচনায় একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্কহার অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমি চাই না কোনো কিছুতে ধস নামুক। তবে মাঝেমধ্যে কিছু জিনিস ঠিক করার জন্য ওষুধ নিতে হয়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সমস্যা ঠিক করতে হলে মাঝেমধ্যে আমাদের ওষুধ খেতে হয়। আর বর্তমান পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যা সমাধানের ওষুধ হলো এই ট্যারিফ (শুল্কহার)।’ যুক্তরাষ্ট্রের ভালোর জন্যই ট্যারিফ আরোপ করা হয়েছে বলে জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘চীন ও ইউরোপ মার্কিন পণ্য কম কেনে। ফলে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে। অপরদিকে শুল্কারোপ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও শর্ত জুড়ে দেন বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।’

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজ্ঞাপন-ওয়েব ফিল্ম ও চলচ্চিত্রে মিষ্টির ব্যস্ততা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩, ভারত-পাকিস্তান? যা বলছে বিশ্বব্যাংক
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা