সেই তুফান সরকা‌রের ১৩ বছ‌রের কারাদণ্ড

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১৭:৩৪| আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৭:৫০
অ- অ+

বৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বগুড়ার আলোচিত তুফান সরকারের ১৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরের বগুড়ার স্পেশা জজ আদালতের বিচারক মোহাম্মদ হিদুল্লা রায় দেন।

এসব তথ্য নিশ্চিত করেন দুদক বগুড়ার কৌঁসুলি আবুল কালাম আজাদ। তুফান সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার জিবর রহমান সরকারের ছেলে।

২০১৭ সালে তুফান সরকারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। রে বিষয়টি আমলে নিয়ে তদন্ত রে দুদক। এরপর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা রেন দুদক বগুড়াকার্যালয়ের তৎকালীন সহকারী রিচালক আমিনুল ইসলাম। এরপর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি আদালতে চার্জশিট দাখিল রেন।

দুদকের বগুড়ার কৌঁসুলি আবুল কালাম আজাদ লেন, মামলায় দুটি ধারায় তুফান সরকারের ১৩ বছরের সাজা য়েছে। এর ধ্যে দুদক আইন ২০০৪ এর ২৬() ২৭() ধারার অপরাধে দোষী সাব্যস্ত রে ২৬() ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড তিন হাজার টাকা জরিমানি অনাদায়ে আরেও তিন মাসের কারাদণ্ড এবং ২৭() ধারার অপরাধের জন্য ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা রিমানা অনাদায়ে আরও মাসের কারাদণ্ড দেয়া য়েছে।

এছাড়া তার অবৈধ সম্পদ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা য়েছে। তুফান সরকার বর্তমানে পলাতক। তিনি গ্রেপ্তারের পর থেকে দণ্ডাদেশ কার্যকর হবে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুদ্ধিমত্তা বাড়ায় থানকুনি পাতা! অনিদ্রা আর দুঃশ্চিন্তা যাবে দূরে
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা