বিসিএস নন-ক্যাডার কর্মকর্তাদের বেতন বৈষম্যে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৬, ২০:১৬
অ- অ+

বিসিএস ক্যাডারভুক্ত এবং নবম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিসিএস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নন-ক্যাডারভুক্ত কর্মকর্তাদের বেতন বৈষম্য কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নন-ক্যাডারভুক্ত কর্মকর্তাদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার শাহরিয়ার শাকির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।

আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, আইন সচিব, অর্থ সচিব, অর্থমন্ত্রণালয়ের বাস্তবায়ন উপবিভাগের অতিরিক্ত সচিব এবং সরকারি কর্ম কমিশনের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

২৮তম থেকে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৪৭ নন-ক্যাডারভুক্ত কর্মকর্তা বাদী হয়ে এই রিটটি দায়ের করেন।

খন্দকার শাহরিয়ার শাকির জানান, চলতি বছরের ২০ এপ্রিল ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ (অনুচ্ছেদ ১২ এর উপ-অনুচ্ছেদ (৫)) অধিকতর সংশোধন (এস, আর, ও নং ১০৪-আইন/২০১৬) করা হয়। উক্ত আদেশের দফা (ক) তে বিধান করা হয় যে, “বিসিএস ক্যাডারভুক্ত এবং ৯ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণের বেতন জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৯ম গ্রেডে একটি অতিরিক্ত বেতন বৃদ্ধির সুবিধাসহ নির্ধারিত হইবে; অর্থাৎ তাহাদের নির্ধারিত প্রারম্ভিক বেতন হইবে (২২০০০+১১০০)=২৩১০০ টাকা”। কিন্তু দফা (খ) তে বিধান করা হয় যে, “পদোন্নতির মাধ্যমে ৯ম গ্রেডপ্রাপ্ত এবং বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করিয়া কোন ক্যাডার পদে নিয়োগ লাভ করেন নাই কিন্তু বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশক্রমে ৯ম গ্রেডে নন-ক্যাডার পদে নিয়োগ লাভ করিয়াছেন এইরূপ সকল কর্মচারীগণের বেতন জাতীয় বেতন স্কেল,২০১৫ এর ৯ম গ্রেডে নির্ধারিত হইবে; অর্থাৎ তাহাদের নির্ধারিত প্রারম্ভিক বেতন হইবে ২২০০০ টাকা”।

পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার কর্মকর্তারা আগের নিয়মে নবম গ্রেডেই চাকরিতে যোগ দেবেন। তবে তাদের একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট দেয়া হবে। নবম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত ননক্যাডাদেরও একই সুবিধা দেয়া হবে। তবে বিসিএস পাসের মাধ্যমে ননক্যাডার পদে যোগদানকারীদের এই সুবিধা দেয়া হয়নি। এই বৈষম্যের কারণে রিটটি দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/এমএবি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে!
কুমিল্লায় বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা