বাংলাদেশে গণতন্ত্র-স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনায় যুক্তরাজ্যের সমর্থন
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা ফেরাতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগের দিন সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান যুক্তরাজ্যের এই মন্ত্রী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।
বাংলাদেশের আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা উচিত কি-না? প্রশ্ন ছিল এক সাংবাদিকের। জবাবে ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে উত্তরণের পরবর্তী ধাপে পৌঁছতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস একটি কর্মপরিকল্পনা নেবেন বলে যুক্তরাজ্য আশা করে।’
যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো প্রসঙ্গে দেশটির এই প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত ইস্যুতে মতামত দেয় না ব্রিটেন। তবে বাংলাদেশ সরকার চাইলে যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রীর বৈঠকে দুদেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেন তিনি।
ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে নিজ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর দেখভাল করেন।
এছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষত রপ্তানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি, প্রযুক্তির বিস্তৃতি ও প্রয়োগের বিষয়গুলো তিনি তদারক করে থাকেন।
ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে যুক্তরাজ্যের এ প্রতিমন্ত্রীর।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/ডিএম)
মন্তব্য করুন