বাংলাদেশের দাবি করে প্রচারিত মন্দিরের ভিডিওটি পশ্চিমবঙ্গের: রিউমার স্ক্যানার
৫ আগস্ট ব্যাপক গণ আন্দোলেনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্ভভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার অবমাননার মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে বাংলাদেশবিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছে ভারতীয় গণমাধ্যমগুলো। এরই ধারাবাহিকতায়‘বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে’—এমন দাবি করে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে আরটি ইন্ডিয়া। সাংবাদিকতার নীতি নৈতিকতার লেশমাত্র না রেখে নিজেদের এক্স অ্যাকাউন্টে গতকাল সোমবার ভিডিওটি প্রকাশ করা হয়, যা প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনো মন্দির নয়।
এ বিষয়ে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার বলেছে, বাংলাদেশের ঘটনা দাবি করে প্রচারিত এই ভিডিওটি আসলে ভারতের পশ্চিমবঙ্গের।
ফেসবুক পোস্টে রিউমার স্ক্যানার বলেছে, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালীমন্দিরে ধর্মীয় অনুষ্ঠান ‘কালীমাতা নিরঞ্জন’ এর একটি ভিডিও ‘বাংলাদেশের হিন্দু মন্দিরে মুসলমানরা ভাঙচুর করেছে’ দাবি করে প্রচার করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এফএ)
মন্তব্য করুন