অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪
অ- অ+

রাজধানীজুড়ে বেড়েই চলেছে অটোরিকশা। গলদঘর্ম পুলিশ। এই অবস্থায় নগরবাসীকে অটোরিকশা ব্যবহার না করে স্বল্প দূরত্বের পথ হেঁটে যাওয়ার পরামর্শ দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরবাসীর সঙ্গে পুলিশের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা লোকালি বা অফিস-আদালত, বাজার-ঘাটে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেন। তাহলে সমস্যার অনেকটা সমাধান হবে। যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে, তারা কর্মস্থল বা বাসাটা স্কুলের দিকে শিফট করেন। আপনাদের যাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয়, তারা স্কুলের পাশে বাসা ভাড়া নেন। এখন কী করবেন, ১৮ কোটি জনগণ। গরীব দেশ। সমস্যা তো হবেই।’

অপরাধীদের বিরুদ্ধে মোহাম্মদপুরবাসী অসহায়, সভায় বিভিন্নজন বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনি যদি লোকালি না পারেন, আমি দেখছি। আপনি পারবেন না, আমি পারব। আমার লোকবল আছে, বৈধ অস্ত্র আছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

অটোরিকশার কারণে নগরীতে যানজটের সৃষ্টি হচ্ছে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘একটা শহরে ২৫ শতাংশ রাস্তা থাকা দরকার। কিন্তু আছে ৭ শতাংশ। সবাই রাস্তায় গাড়ি নামালে তো আমরা পারব না। দেশ স্বাধীন হলো, গত ৫২ বছরে একটা শহরে রাস্তাঘাট নেই, স্পেস নেই।’

মতবিনিময় সভায় ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক, তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান, মোহাম্মদপুর থানার ওসি উপস্থিত ছিলেন। সভায় মোহাম্মদপুরবাসী ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালামসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মোহাম্মদপুরবাসী তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে চার শতাধিক মানুষের মাঝে আইইবির শীতবস্ত্র বিতরণ
ফুটপাত ও রাস্তায় চলাচলে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে পুলিশ
দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা