আগরতলায় সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:১৬
অ- অ+

নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের ত্রিপুরার আগরতলাতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। সোমবার সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার একদিন পর এ সিদ্ধান্ত নিল সরকার।

মঙ্গলবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়েছে।

এতে বলা হয়, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারতের ত্রিপুরার আগরতলাতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

গতকাল সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।

এদিকে হাইকমিশনে হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তসহ দেশটিতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে মঙ্গলবার বিকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই বছর ধরে হাসপাতালে ভারতীয়ের লাশ, ফেরত যায় স্থানীয়রা
সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা মঈন খানের
জিকে শামীম ও তার মায়ের দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা