সন্ত্রাসী হামলার ঝুঁকি: বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা
বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে জানিয়েছে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশে ভ্রমণবিষয়ক হালনাগাদ করা বার্তায় এই সতর্কতা জারি করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে— জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা–সমাবেশসহ বিভিন্ন জায়গায় হামলা হতে পারে। কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের তারা ইসলামবিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে। এর মধ্যে প্রধান শহরগুলোতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ( আইইডি ) হামলা অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাজ্যের হাইকমিশন আরও বলেছে, বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত নোটিশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝেমধ্যে হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে সতর্কবার্তায় বলা হয়েছে— পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি–সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে— ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে। বর্তমানেও রাজনৈতিক মিছিল ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে যার ফলে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষ হতে পারে। বিক্ষোভ ও ধর্মঘট চলাকালীন, সারা দেশে শহর ও শহরে অগ্নিসংযোগ, সহিংসতা এবং ভাঙচুর হতে পারে, যার ফলে প্রাণহানি ঘটতে পারে বলেও সতর্ক করেছে হাইকমিশন।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এমআর)
মন্তব্য করুন