আ.লীগ পতনের খবরে প্রীতিভোজ করে সৌদিতে গ্রেপ্তার, অতঃপর দেশে ফিরলেন

আওয়ামী লীগ সরকারের পতনের খবরে সৌদি আরবে আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হন ১২ জন বাংলাদেশি প্রবাসী। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর দীর্ঘ আট মাস তারা কারাগারে বন্দি ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে তারা সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় পৌঁছান।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় সৌদি আরবে গ্রেপ্তার হয়েছিল এই ১০ জন প্রবাসী বাংলাদেশি। মূলত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে খবরে ৫ আগস্ট সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করে। সেখান থেকে সৌদি পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। এরপর থেকে তারা কারাগারে ছিলেন।
সাজা শেষে জেল থেকে মুক্ত ১০ জনকে দেশে পাঠিয়েছে সৌদি সরকার।বাকি দুইজনের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় তারা পরে দেশে ফিরবেন।
(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এসএস/এমআর)

মন্তব্য করুন