আকরাম হত্যা মামলা: পল্লবীতে সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:২০
অ- অ+

রাজধানীর পল্লবী থানার একটি হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (কক্সবাজারের চকরিয়া–পেকুয়া উপজেলা) সাফিয়া খাতুনকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হয়।

রবিবার বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিএমপির এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পল্লবীতে আকরাম খান রাব্বি হত্যা মামলায় সাবেক এমপি সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী। শনিবার রাতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ১৯ জুলাই পল্লবীর আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী তাদের গুলিতে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকরাম খান রাব্বীর বাবা ফারুক খান গত ২৫ আগস্ট পল্লবী থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাবেক এমপির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে চার শতাধিক মানুষের মাঝে আইইবির শীতবস্ত্র বিতরণ
ফুটপাত ও রাস্তায় চলাচলে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে পুলিশ
দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা