হাসিনার মতো দিল্লির দাসত্ব নয়, আমরা আজাদী চাই: ববি হাজ্জাজ
‘হাসিনার মতো দিল্লির দাসত্ব নয় বরং আমরা আজাদী চাই’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, “চট্টগ্রামে ইসকন জঙ্গিদের হাতে নিহত হওয়া আইনজীবী আলিফকে শহীদ করার পর হাসনাত-সারজিসকে বহনকারী গাড়িকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি বলেন, “আমরা পরিষ্কার বলতে চাই, দেশের প্রচলিত আইনে একজন অপরাধীর বিচার হবে এবং দেশি-বিদেশি কোনো শক্তি আমাদের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করতে পারবে না। হাসিনার মতো দিল্লির দাসত্ব নয় বরং আমরা আজাদী চাই।”
সাম্প্রতিক পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, “পরাজিত ফ্যাসিস্ট শক্তি গর্ত থেকে বের হওয়ার চেষ্টা চালাচ্ছে। এদেশের শত শত নিরাপদ আলেম-ওলামার ওপর অকথ্য নির্যাতন চালানোর সময়েও আমরা ধৈর্য ধরেছিলাম। কারো পাতা ফাঁদে পা দিয়ে আমাদের বিজয়কে নস্যাৎ হতে দেওয়া যাবে না। সবাইকে শান্ত থেকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।”
ববি হাজ্জাজ বলেন, “চিন্ময় দাসের ব্যাপারে বিবৃতি দিয়ে ভারত প্রকৃত সত্যকে আড়াল করেছে। দেশটির গণমাধ্যমে নিহত আলিফের ব্যাপারে ক্রমাগত গুজব ছড়ানো হচ্ছে। এদেশে সব ধর্মের মানুষ নিরাপদ। আওয়ামী লীগ এখন ইসকনের কাঁধে ভর করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা এই ষড়যন্ত্রকে রাজপথে রুখে দিব ইনশাআল্লাহ।”
বিবৃতিতে চট্টগ্রামে নিহত আইনজীবী আলিফের পরিবারকে ১০ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এমআই/এফএ)
মন্তব্য করুন