ন্যাপ মহাসচিবের মাতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

নরসিংদী জেলার শিবপুর উপজেলার বিশিষ্ট সূফী মৌলভী মোহাম্মদ সুজাত আলী ভুইয়া নক্সবন্দী-মোজাদ্দেদী (রহ.) এর স্ত্রী ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া'র মাতা মোসাম্মদ মিনারা বেগম (৭০) বৃহস্পতিবার বাদ আসর নিজবাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শুক্রবার সকাল ৯ টায় শিবপুর ও ১১ টায় দুলালপুরে দুই দফা জানাযা শেষে নিজ গ্রামে নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর খালপাড়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গোলাম মোস্তফা ভুইয়ার মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার মশিউর রহমান গানি, এবি পার্টি চেয়ারম্যান মো.মজিবুর রহমান মঞ্জু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, আওলাদে ওয়াইসী পাক দরবার শরীফের গদিনিশিন সৈয়দ জব্বুর আলম তুষার আল ওয়াইসী (মা. জি. আ.), কোলকাতা মেহেদীবাগ পাক দরবার শরীফের গদিনিশিন সৈয়দ গাজনাফুর রহমান ইউসুফ জামিল মেহেদীবাগী (মা.জি. আ), বাংলাদেশ সুপ্রিম পার্টি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারি, বাংলাদেশ জাতীয় পার্টি মহাসচিব অ্যাডভোকেট জাফর আহমেদ জয় প্রমুখ।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/জেবি/এজে)

মন্তব্য করুন