অ্যান্টিগা টেস্ট: ১৮১ রানে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা বাংলাদেশের
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন (সোমবার) বাংলাদেশের ব্যাটিংয়ে নামার কথা ছিল।র তৃতীয় দিনটা ৯ উইকেট ২৬৯ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ।তবে সবাইকে অবাক করে দিয়ে ব্যাটিংয়ে নামেনি মেহেদী হাসান মিরাজের দল। হাতে ১ উইকেট থাকলেও বাংলাদেশ ২৬৯ রানে ইনিংস ঘোষণা করেছে। তাসকিন ১১ ও শরিফুল ৫ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন ১৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। এরপর তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। দিনের শুরুতে শাহাদাত হোসেন দিপু ফিরে গেলেও মুমিনুল হক ও লিটন দাস মিলে বাংলাদেশকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন। তবে দ্বিতীয় সেশনে ছন্দ হারান এই দুই ব্যাটার। ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুমিনুল হক। মুমিনুলের পর ৪০ রান করে ফিরে যান লিটন দাস।
তাদের বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়ায় টাইগাররা। ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা। আর চতুর্থ দিন ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করলো তারা।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন