খালেদাকে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ফেনীতে প্রতিবাদ বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার বিকালে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোডের খেজুরচত্বর প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী। মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি কফিল উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদল সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত ও সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন মামুন প্রমুখ।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/প্রতিনিধি/এমএবি)
মন্তব্য করুন