পটুয়াখালীতে হানাদারমুক্ত দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:৫০

৮ ডিসেম্বর পটুয়াখালী হানাদারমুক্ত দিবস। নানা আয়োজনের মধ্যদিয়ে বৃহস্পতিবার পটুয়াখালীতে এ দিবসটিকে স্মরণ করা হচ্ছে। সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বঙ্গবন্ধু মুরাল ও পুরাতন জেলখানায় শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে মুক্তিযোদ্ধা সংসদে যুদ্ধকালীন সময়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শামীমুল হক ছিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হালিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, এসময় জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় পটুয়াখালীর অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুন্দরমের আয়োজনে আলোর মিছিল অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :