রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:২০

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত হত্যা, লুন্ঠন, ধর্ষণ ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে ভোলায় মানববন্ধন পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভিন আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর যে অমানবিক হত্যা, নির্যাতন চালানো হচ্ছে- তা কোনো মানুষ সহ্য করতে পারে না। সেখানকার মুসলমানের কি অপরাধ যে তাদের পুড়িয়ে মারতে হবে? তাদের মুসলমান হওয়াই অপরাধ। জাতিসংঘ আজ কোথায়। বিশ্বমানবতা আজ মিয়ানমারে ভূলণ্ঠিত হচ্ছে- তা কি তারা চোখে দেখে না। অনতি বিলম্বে আমরা এ হত্যাকাণ্ড বন্ধের পাশাপাশি এর উপযুক্ত শাস্তি দাবি করছি।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :