সেই নিউজিল্যান্ডের কাছেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৬, ১১:২৩| আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১১:৫৬
অ- অ+

-একাদশ নিয়ে বিতর্ক

-আগের দিনের মতো তাসের ঘর মিডলঅর্ডার

-ইমরুলের হাত থেকে ক্যাচ মিস

তিন ম্যাচের শেষটিতে হারার দিন এই তিন প্রসঙ্গই বেদনার বাঁশি হয়ে ঘুরল নেলসন থেকে বাংলাদেশে। মাঝখানে কিউইরা ঠিকই বাংলাওয়াশের বদলা নিল হোয়াইটওয়াশ দিয়ে। আরেকটু স্পষ্ট করে বললে ‘কিইউ-ওয়াশ’।

একটি ম্যাচ হারার পেছনে কখনো একজন খেলোয়াড়ের দায় থাকে না। মোস্তাফিজের বলে ইমরুল প্রথম স্লিপে ব্রুমের ওই ক্যাচটি ধরতে পারলেও ২৩৬ রান টপকাতে স্বাগতিকদের অসুবিধা হতো, এ কথা বলা যায় না। দায় দিতে হলে তাই ওই মিডলঅর্ডারকেই দিতে হবে।

ইমরুল-তামিম ১০২ রানের জুটি গড়েলেও সাব্বির (১৯), রিয়াদ (২), সাকিব (১৮), মোসাদ্দেক (৩) মাঝখানে ভিত গড়তে পারেননি। নুরুল হাসান ৪৪ করে চেষ্টা করেছিলেন ‘মরার আগে আল্লাহ নাম জপ’ করতে। কিন্তু সঙ্গী পাননি। প্রতিপক্ষের কন্ডিশনে যা হওয়ার তা তো ওই সময়ই হয়ে যায়।

বল করতে নেমে মাশরাফি-মোস্তাফিজ-সাকিব চেষ্টা করে গেলেন। আর কিউইরা শিখিয়ে দিয়ে গেলেন, কীভাবে অল্প রানের টার্গেটে ব্যাট করতে হয়।

ইনিংসের দ্বিতীয় ওভারে মোস্তাফিজের বলে লাথাম বোকা বনে যান। বলটি লেগসাইডে পিচ করে খানিকটা লাফিয়ে ওঠে। লেন্থ বুঝতে না পেরে ব্রুম কোনোমতে ব্যাট ছোঁয়াতে যান। ব্যাটের বুক ছুঁয়ে তা চলে যায় স্লিপে। উইকেটরক্ষক সোহান কিছুটা মুভ করেছিলেন। কিন্তু ইমরুলকে দেখে হাত দেননি। অথচ সেই ইমরুলই সুযোগটা হাতছাড়া করেন। ব্রুম তখন শূন্য রানে ছিলেন। এরপর সেই মোস্তাফিজের বলে যখন অধিনায়ক মাশরাফির দক্ষ হাতে ধরা পড়েন, তখন নামের পাশে ৯৭ রান!

কখনো কাটার, কখনো স্লোয়ার। সঙ্গে ইনসুইং। মরা উইকেটে শেষ ওয়ানডেতে নিজের প্রথম স্পেলে পেস বোলিংয়ের এমনই পসরা সাজিয়ে বসেন মোস্তাফিজুর রহমান।

ফিজ এদিন প্রথম আক্রমণে আসেন ইনিংসের দ্বিতীয় ওভারে। ২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা লাথামকে চোখ জুড়ানো এক ডেলিভারিতে নিয়ে যান। এই ওভারে খরচ করেন চারটি রান। ফুল লেন্থের বলটি ইনসুইং করে নিচু হয়ে ভেতরে ঢোকার মুখে প্যাডে লাগে। সঙ্গে সঙ্গে তর্জনী উঁচু করেন আম্পায়ার। প্রথম স্পেল শেষে তার বোলিং ফিগার ছিল ৫-২-১৩-১। শেষ পর্যন্ত ৯.২ ওভার হাত ঘুরিযে ২ মেডেন নিয়ে ৩২ রান খরচ করেন। উইকেট দুটি।

গতকাল সাউদি সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন শেষ ম্যাচেও সেরাটা খেলবে তার দল। শুধু বলেননি, বাংলাদেশের মাটিতে দুইবার হোয়াইটওয়াশের বদলা নিতে চান তারা।

করে দেখালেন। ৮ উইকেটের বিশাল জয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৬/৯

(তামিম ৫৯, ইমরুল ৪৪, সাব্বির ১৯, মাহমুদউল্লাহ ৩, সাকিব ১৮, মোসাদ্দেক ১১, নুরুল ৪৪, তানবীর ৩, মাশরাফি ১৪, তাসকিন ৪*, মুস্তাফিজ ০*; সাউদি ১/৪৫, প্যাটেল ১/৪০, হেনরি ২/৫৩, নিশাম ১/২৮, স্যান্টনার ২/৩৮, উইলিয়ামসন ১/২৪)।

নিউজিল্যান্ড: ৪১.২ ওভারে ২৩৯/২

(গাপটিল ৬, লাথাম ৪, উইলিয়ামসন ৯৫*, ব্রুম ৯৭, নিশাম ২৮*; মাশরাফি ০/৩৬, মোস্তাফিজ ২/৩২, তাসকিন ০/৪১, সাকিব ৫৫/০, তানবীর ২০/০, সাব্বির ২০/০, মোসাদ্দেক ২৬/০, রিয়াদ ৬/০।)

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায়: দুদু
ঘুমন্ত নগরী
জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে: রাশেদ প্রধান 
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের বিরুদ্ধে অনিয়মের তথ্য উদঘাটন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা