শিক্ষার সব ত্রুটি আমরা সমাধান করবো: নাহিদ

শিক্ষা ব্যবস্থায় নানা ত্রটি রয়েছে স্বীকার করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার সব কিছুর সমাধানে কাজ করছে। এগুলো একটা সংগ্রামের বিষয়, একদিনে হয় না। কিন্তু সরকার বসে নেই।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের নানা রকম ত্রুটি আছে। পাঠ্য বইয়ে, পরীক্ষা গ্রহণে, অতিরিক্ত বইয়ের বোঝা, কঠিন বই- সব কিছু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘এটা সময়সাপেক্ষ ব্যাপার। আমরা সব কিছুর সমাধান করবো। এটা কঠিন একটা সংগ্রামের ব্যাপার, আমরা এগিয়ে যাবো, আমাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে।’
রবিবার সকালে স্কুলে স্কুলে হবে এই পাঠ্যপুস্তক উৎসব। তার আগের দিন গণভবনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হলো।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরের বছর থেকে ১ জানুয়ারি সরকার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে। একে পাঠ্যপুস্তক উৎসব নাম দেয়া হয়েছে। শুরুতে কেবল প্রাথমিকের শিক্ষার্থীরা সবাই নতুন বই এই বই পেলেও গত তিন বছর ধরে মাধ্যমিকের শিক্ষার্থীদেকেও বিনামূল্যে বই দেয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেয়া হবে। এই বইয়ের সংখ্যা ৩৬ কোটি ২১ লক্ষ ৮২ হাজার ২৪৫টি। গত বছরের চেয়ে এবার বই বেশি দেয়া হচ্ছে দুই কোটি ৮৪ লক্ষ ৩৪ হাজার ২৩৭টি।
চলতি বছর প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে ব্রেইল বই বিতরণ করবে সরকার। এক হাজার ২০১ জন শিক্ষার্থীর জন্য ১১টি বিষয়ে নয় হাজার ৭০৩টি বই তৈরি করেছে সরকার।
এবারই প্রথমবারের মতো পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় বই তৈরি করেছে সরকার। চাকমা, মারমা, ত্রিপুরা, সাদরি ও গারো ভাষায় এসব বইয়ের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী।
এখন স্কুল কলেজে পরীক্ষার্থীরা আগের চেয়ে বেশিহারে পাস করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা নিশ্চিত হওয়া যায় যে, আমাদের শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, ঝরে পড়া কমছে, তারা আরও বেশি আগ্রহী, আরও পড়াশোনা করতে চায়।’
শিক্ষার গুণগত মান নিয়ে সমালোচনাকারীদেরকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বাচ্চাদের নিরুৎসাহিত করবেন না। যা কিছু সমস্যা আছে আমরা তার সমাধানের চেষ্টা করছি।’
ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/ডব্লিউবি

মন্তব্য করুন