কিশোরী সাহেনা হত্যায় বেচু মিয়ার ফাঁসি বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১৮:৩৪

কুমিল্লার নাঙ্গলকোর্টের কাঠালিয়ার কিশোরী সাহেনা আক্তার হত্যা মামলায় পলাতক মীর হোসেন ওরফে বেচু মিয়ার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ মামলায় বিচারিক আদালত থেকে যাবজ্জীব কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মজুমদারকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত। বিচারপতি আবু বরক সিদ্দিক এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বজলুল রশিদ ও দেলোয়ারা বেগম বেলা। মীর হোসেনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আশরাফুল ইসলাম। আব্দুল ওয়াহাব মজুমদারের পক্ষে ছিলেন আব্দুল মতিন খসরু।

মনিরুজ্জামান রুবেল জানান, নবম শ্রেণির ছাত্রী সেহেনা আক্তারকে রাতের অন্ধকারে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয়। আদালত বেচু মিয়ার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ৫ সেপ্টেম্বর কুমিল্লার নাঙ্গলকোর্টে কাঠালিয়ার বাথুপড়ার রিকশাচালক আব্দুল খালেক টুকু মিয়ার ঘরে ঢুকে তার মেয়ে সেহেনা আক্তারকে চাইনিজ কুড়াল দিয়ে নৃসংশভাবে কুপানো হয়। কুপানোর পরপরই সে মারা যায়। এ ঘটনার পরের দিন ৬ সেপ্টেম্বর বাবা টুকু মিয়া নাঙ্গলকোর্ট থানায় বেচু মিয়াসহ দুইজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

প্রেমে ব্যর্থ হয়ে সেহেনাকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পুলিশ তদন্ত করে চারজনের বিরুদ্ধে অভিযোপত্র দেয়। মীর হোসেন ওরফে বেচু মিয়া ও আব্দুল ওয়াহাব মজুমদার ছাড়া অন্য দুই আসামি হলেন- জসিম উদ্দিন এবং খুরশিদ আলম খোকন। এ মামলায় ২০১১ সালে ৮ মার্চ কুমিল্লার বিশেষ জজ আদালত মীর হোসেন বেচু মিয়ার মৃত্যুদণ্ড ও আব্দুল ওয়াহাব মজুমদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। জসিম উদ্দিন এবং খুরশিদ আলমকে খোকনকে খালাস দেন।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এমএবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :