তিস্তার চরাঞ্চলে বাহন যখন ঘোড়ার গাড়ি

রাহেবুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট)
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৫

কালের বিবর্তনে, যান্ত্রিকতার প্রভাবে প্রাচীন বাহনগুলো যখন বিলুপ্তির পথে- এমন সময় লালমনিরহাটের কালীগঞ্জ, আদিতমারী, হাতীবান্ধা তিস্তার চরাঞ্চলের লোকজনের একমাত্র ভরসার বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। আর এ ঘোড়ার গাড়িতে করে চরাঞ্চলের উৎপাদিত ফসল এক জায়গা থেকে অন্য জায়গায় আসা-যাওয়া করতে হয়। এমনকি চরাঞ্চলে বসবাসকারী পরিবারগুলোর কোন লোকজন অসুস্থ হলেও ওই ঘোড়ার গাড়িই তখন একমাত্র ভরসা। শত কষ্টের মাঝেও তাতেই সুখ খুঁজে পান চরাঞ্চলের পরিশ্রমী মানুষগুলো।

ওভার নদী ও জীবন-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ওহিদুল মিয়া জানান, চরাঞ্চলের লোকজন খুবই পরিশ্রমী। আর পরিশ্রমের কারণেই তারা চর ছেড়ে মূল ভুখণ্ডে আসতে চায় না। তবে এ চরের লোকজনের বাহনই হচ্ছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে করে চরবাসী তাদের উৎপাদিত ফসল আনা-নেয়া করে থাকেন।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :