ফরিদপুরে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আগুন, নিহত ১৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৫৮| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৬
অ- অ+

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সংঘর্ষে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, রাত সোয়া ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানার গজারিয়া এলাকায় হানিফ পরিবহনের বাসটি নড়াইল থেকে ঢাকা যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানটি খুলনার দিকে যাচ্ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গে সিলিন্ডার বিস্ফোরণে বাস ও ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে দুই চালকসহ ১৩ জন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দগ্ধ যাত্রীদের নগরকান্দা ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা বিএনপি সভাপতির নির্দেশে ঢাবি ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু
ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতিদ্বন্দ্বিতায় সর্বমোট ৪৭১ জন প্রার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা