ফরিদপুরে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আগুন, নিহত ১৩

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সংঘর্ষে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, রাত সোয়া ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানার গজারিয়া এলাকায় হানিফ পরিবহনের বাসটি নড়াইল থেকে ঢাকা যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানটি খুলনার দিকে যাচ্ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গে সিলিন্ডার বিস্ফোরণে বাস ও ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে দুই চালকসহ ১৩ জন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থলে উপস্থিত নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দগ্ধ যাত্রীদের নগরকান্দা ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও জানান ওসি।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/জেবি)

মন্তব্য করুন