চট্টগ্রামে মাছ ধরার জাহাজসহ ৭০ টন জাটকা জব্দ

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৪

চট্টগ্রাম মহনগরীর সদরঘাটে অভিযান চালিয়ে একটি মাছ ধরার জাহাজ ও জাহাজের ক্যাপ্টেনসহ বিপুল পরিমাণ জাটকা আটক করেছে। আটক জাটকার পরিমাণ প্রায় ৭০ মেট্রিকটন হবে বলে জানিয়েছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শুরু হওয়া এই অভিযান এখনো চলছে। অভিযানে উপস্থিত আছেন র‌্যাবের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ও আরাফাত হোসেন।

ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জে কে-৩ নামে বড় আকারের মাছ ধরার জাহাজটিতে অভিযান চালিয়েছি। এ জাহাজে আড়াই হাজার মাছ সংরক্ষণের ব্লক আছে। প্রতি ব্লকে ২২ কেজি করে জাটকা পাওয়া গেছে। তবে এর মধ্যে বড় কোনো ইলিশ আছে কি না সেটা আমরা দেখছি।

সৈয়দ মুরাদ বলেন, ক্যাপ্টেনকে আটক করা হয়েছে। জাহাজের মালিক আটকের চেষ্টা চলছে। অভিযান শেষে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/আইকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :