আনসার আল ইসলাম নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৮:৪৯ | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৭, ১৬:৫৮

উগ্রপন্থী সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আনসার আল ইসলাম নামের জঙ্গি দল/সংগঠন ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থি।... সংগঠনটির কার্যক্রম জন নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।’

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণলয়ের জননিরাপত্তার বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন করে ওই সংগঠনকে নিষিদ্ধ করেছে। এখন এটি মনিটরিং করবে আইনশৃঙ্খলা বাহিনী। তারা কার্যক্রম পরিচালনা করলে, আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।’

গত দুই বছর অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনায় আনসার আল ইসলামের নাম এসেছে। নানা হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে দায়ও স্বীকার করেছে সংগঠনটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে বিশেষ করে ফেসবুকে ব্যাপক প্রচার চালায় আনসার আল ইসলাম। তারা মধ্যপ্রাচ্য এবং পারস্যের নানা দেশের ঘটনা তুলে ধরে বাংলাদেশিদেরকেও উগ্রপন্থায় উদ্বুদ্ধ করার চেষ্টা করে। শুধু তাই নয়, বিদেশিদের কাছে দায় স্বীকারের বার্তা পৌঁছানোর জন্য বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও বার্তা দেয় সংগঠনটি। ইন্টারনেটে সামাজিক যোগাযোগের যত মাধ্যম সবগুলোতেই তারা সক্রিয়।

আনসার আল ইসলামের আগেও উপপন্থা ছড়ানোর অভিযোগে ছয়টি সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। এর মধ্যে সবশেষ নিষিদ্ধ করা হয় ব্লগার রাজীব হত্যায় নাম আসা আনসারউল্লাহ বাংলাটিমকে।

এর আগেও নানা সময় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাৎ-ই আল-হিকমা ও হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অবশ্য নিষিদ্ধ করলেও এসব সংগঠনের কর্মীরা থেমে নেই। চারদলীয় জোট সরকারের আমলে ব্যাপক তাণ্ডব চালানো জেএমবি ও জেএমজেবির তৎপরতা মাঝে কমে আসলেও সম্প্রতি আবার মাথাচাড়া দিয়েছে জেএমবি। হিযবুত তাহরীরেরও গোপন তৎপরতা চালু থাকার বিষয়েও তথ্য প্রমাণ রয়েছে। প্রায়ই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরাও পড়ছে এসব সংগঠনের কর্মীরা।

নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘দেখুন অন্তরালে অনেক ঘটনাই ঘটে। তবে ধরা পড়লে তো ব্যবস্থা নেয়াই হয়।’

ঢাকাটাইমস/০৫মার্চ/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

তাপমাত্রার মতোই বেড়েছে সবজি ও মাছ-মাংসের দাম

১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ, দুই জেলায় অতি তীব্র

বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :