মাদারীপুরের ওসি-এসআইকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৫:৪৭ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৫:৪২

দুধের শিশুকে বাইরে রেখে দুই গৃহবধূকে থানায় ১৩ ঘণ্টা আটকে রাখার ঘটনায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ ও উপপরিদর্শক মো. মাহাতাবকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার এই আদেশ দেন। আদেশে বিষয়টি তদন্ত করে ৮ মের মধ্যে আইজিপিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গত ২১ মার্চ ওই ঘটনায় মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহাতাবকে তলব করেন হাইকোর্ট। আজ সকালে দুই পুলিশ কর্মকর্তা আদালতে উপস্থিত হয়ে ওই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলে বিচারক আবেদন নাকচ করে অবিলম্বে তাদের প্রত্যাহারের নির্দেশ দেন।

এক রিট আবেদনের শুনানি নিয়ে অমানবিকভাবে দুই দুগ্ধশিশুর মাকে ১৩ ঘন্টা আটক রাখার ঘটনাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে গত ২১ মার্চ রুলও জারি করেছিলেন আদালত। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিআইজি, মাদারীপুর পুলিশ সুপার, সদর থানার ওসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

এ সংক্রান্ত বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে সুপ্রিমকোর্টের আইনজীবী রানা কাওসার গত ২০ মার্চ রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন জাতীয় মহিলা আইনজীবী পরিষদের সভানেত্রী ফাওয়াজিয়া করিম ফিরোজ, আইনজীবী শোভানা বানু ও নাজনীন আরা আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন তাপস কুমার বিশ্বাস।

রিটকারী আইনজীবী রানা কাওসার জানান, একজন আইনি কর্মকর্তা হয়েও আইন বর্হিভূতভাবে দুধের বাচ্চাকে তার মার থেকে এভাবে দূরে রাখা সম্পূর্ণ বেআইনি। এটা মানবাধিকারের লংঘন। সংবিধান পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।

গত ১৩ মার্চ ‘বাড়িতে ঢুকে পুলিশের ‘তাণ্ডব’, দুই ‘মা’ ১৩ ঘণ্টা আটক’ শিরোনামে ঢাকাটাইমস প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, কোনো অভিযোগ না থাকার পরও মাদারীপুরে বাড়িতে ব্যাপক ভাঙচুর করে দুই নারীকে থানায় ১৩ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এদের একজনের তিন মাস বয়সী এবং অন্য জনের ১৮ মাস বয়সী সন্তান রয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছে, সন্তানদের দুধ খাওয়াতে হবে বলার পরও পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায়।

শনিবার মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী। দুই মাকে কোনো অভিযোগ ছাড়াই থানায় ১৩ ঘণ্টা আটক রাখার পর গভীর রাতে ছাড়া হয়। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে মাদারীপুর সদর থানায় থাকা একটি জমির মামলা নিয়ে তদন্ত কাজে যান উপপরিদর্শক মাহাতাব হোসেন। যে জমিটি নিয়ে বিরোধ তার পাশের বাড়ির মালিক খালেক বেপারীর ছেলে পনির হোসেনের কাছে মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চান। মামলা সর্ম্পকে পনির কিছু জানে না বলে জানান তিনি। এতে ওই পুলিশ কর্মকর্তা পনিরকে থাপ্পর দেন।

এ নিয়ে পনির পুলিশের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে মাহাতাব। পরে ফোন করে সদর থানা থেকে তিনটি গাড়িতে করে পুলিশ এসে পনিরের বাড়িতে ভাঙচুর চালায়। তারা পনির ও তার বড় ভাই-বোনের ঘরের আসবাবপত্র ও হাড়ি-পাতিল, থালা বাসন, এমনকি চুলাও ভেঙে ফেলে।

পুলিশ সদস্যরা পনিরের স্ত্রী ঝুনু বেগম ও তার বড় ভাইয়ে স্ত্রী আকলিমা বেগমকে সকাল ১১টার দিকে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়। তখন ঝুনু বেগমের তিন মাসের শিশু ও আকলিমার ১৮ মাসের শিশুকে কোল থেকে রেখে যেতে বাধ্য করে। পরে রাত ১২টার দিকে ভয়-ভীতি দেখিয়ে সাদা কাগজে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়। এই ঘটনায় ওই শিশুদের বাহিরে রেখে ১৩ ঘন্টা থানায় আটকে ছিলেন দুই মা।

একটি শিশুর মা আকলিমা বেগম ঢাকাটাইমসকে বলেন, ‘আমাকে পুরুষ পুলিশ হাত ধরে হেটে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় আমার দুধের বাচ্চার কথা বললেও তারা ‘বাজে’ ভাষায় গালাগালি করে মাদক ও হত্যা মামলায় চালান দেয়ার কথা বলে।’

পনিরের বড় বোন হামিদা বেগম বলেন, ‘আমাদের বাড়িতে পুলিশ ব্যাপক ভাঙচুর চালায়। এসময় ঘরের আলমারিতে থাকা ৬০ হাজার টাকা খোয়া যায়।’

পনিরের মা আরেকজান বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘বিনা দোষে আমার ছেলেকে মারধর করেছে পুলিশ। আমাদের রান্না করার চুলাটাও ভেঙে ফেলেছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করি।’

তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই উপপরিদর্শক মাহতাব হোসেন দাবি করেছেন, এমন কিছুই ঘটেনি। তিনি বলেন, ‘আমি ওই ঘটনার কিছুই জানি না। জেনে-শুনে নিউজ করবেন।’

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। তবে ক্ষতিগ্রস্তরা যদি অভিযোগ দেয়, তাহলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আমি বিষয়টির উপযুক্ত ব্যবস্থা নেবো।’

(ঢাকাটাইমস/২৯মার্চ/এমএবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :