পাঁচ দিনের রিমান্ডে জঙ্গি রাজীব গান্ধী

গাইবান্ধা (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০১৭, ২০:১৯
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর আবারও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধার মুখ্য বিচারিক আদালতের হাকিম জয়নাল আবেদিন এই রিমান্ড মঞ্জুর করেন।

গাইবান্ধা গোয়েন্দো পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাজীব গান্ধীর বিরুদ্ধে ২০১৬ সালে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দশ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর আগে, ২০১৫ সালের ২ জুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লী চিকিৎসক মাহাবুবর রহমান হত্যার ঘটনায় একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাজীব গান্ধী। এছাড়া ২৭ মার্চ একই আদালতে সাঘাটা উপজেলার বসন্তেরপাড়া গ্রামে ২০১৫ সালের ১৯ জুলাই ফজলে রাব্বী নামে এক জেএমবি সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

রাজীব গান্ধী ঢাকার গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :