মাগুরায় মাদ্রাসার পেছন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১৯:০৫

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঢুষরাইল গ্রামের আনোয়ারুল উলুম হফেজিয়া মাদ্রাসার পেছনের ঝোপের মধ্যে থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী ও এলাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মাদ্রসার শিক্ষক হাফেজ কুতুব উদ্দিন জানান, আজ বুধবার ভোরে তিনি প্রথম বোমাসদৃশ বস্তু চারটি দেখতে পান। সেগুলো মাদ্রাসার পাশের কয়েকজন বাসিন্দাকে ডেকে দেখান। পরে বিষয়টি মোবাইলে মাদ্রসার প্রতিষ্ঠাতা মাওলানা বিল্লাল হোসেন মোল্যাকে জানানো হয়। তিনি ঘটনাটি পুলিশকে জানান। বিল্লাল হোসেন মাদ্রাসা থেকে ৫০গজ দূরে নিজ বাড়িতে বসবাস করেন। খবর পেয়ে পুলিশের একটি দল এসে পানিভর্তি বালতিতে সেগুলো রেখে নিষ্ক্রিয় করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাসদৃশ বস্তুগুলো জর্দার কৌটার আকৃতির। লাল টেপ দিয়ে মোড়ানো। তার মধ্যে বৈদুতিক দুটি তার দেখা গেছে। কৌটার গায়ে মাদ্রসার প্রতিষ্ঠাতা মাওলানা বিল্লাল হোসেন মোল্যার মোবাইল নম্বর লিখে স্কচটেপ দিয়ে সাঁটানো আছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি মাওলানা বিল্লাল হোসেন মোল্যা মাদ্রাসার ছাত্র শাহাবুদ্দিনকে অন্যের গাছের আম পাড়ার অপরাধে সম্প্রতি মারধোর করেন। সাহাবুদ্দিন (১২) পাশ্ববর্তী হরেকৃষ্ণপুর গ্রামের সৈয়দ শওকত আলীর ছেলে। এই ঘটনার প্রতিশোধ নিতে কেউ হয়রানিমূলক এ কাজ করতে পারে বলে এলাকাবাসীর ধারণা। এবিষয়ে জানার চেষ্টা করলেও সৈয়দ শওকত আলীকে বাড়ি পাওয়া যায়নি।

মাওলানা বিল্লাল হোসেন মোল্যা বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে হয়রানি করার জন্য এ ঘটনা সাজানো হয়েছে।’ মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বোমাসদৃশ বস্তু উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এগুলো রেখে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের। গত মঙ্গলবার রাতের কোনো একসময় কে বা কারা শিক্ষাপ্রতিষ্ঠানটির আশপাশে এগুলো রেখে যায়। এ ব্যাপাে রতদন্ত চলছে।’

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :