ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ মে ২০২৪, ২২:০৮ | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ২১:৫১
বা থেকে মুরাদুজ্জামান (মধুখালী উপজেলা) শামসুল আলম চৌধুরী (সদর উপজেলা) ও আনোয়ার আলী মোল্লা (চরভদ্রাসন উপজেলা)

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ফরিদপুরের তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

ইতোমধ্যে তিন উপজেলার নির্বাচনি ফলাফল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তারা।

ঘোষিত ফলাফলে দেখা যায় মধুখালী উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো. মুরাদুজ্জামান, ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শামসুল আলম চৌধুরী এবং চরভদ্রাসন উপজেলায় আনারস প্রতীকে আনোয়ার আলী মোল্লা।

ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে আমরা সকল ধরনের নিরাপত্তার বলয় তৈরি করেছিলাম। সে কারণেই তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।’

নির্বাচনে ৩০ শতাংশ বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনি ফলাফল নিশ্চিত করেছেন ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ।

ফরিদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলায় চেয়ারম্যান পদে মো. মুরাদুজ্জামান মুরাদ দোয়াত কলম প্রতীক নিয়ে ২৯ হাজার ৪শ ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মুরাদুজ্জামান মুরাদ মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪শ ৮৫ ভোট।

ফরিদপুর সদর উপজেলায় শামসুল আলম চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৩১ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শামসুল আলম চৌধুরী ফরিদপুর কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট।

এছাড়া ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আনোয়ার আলী আনারস প্রতীকে ১৬ হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আনোয়ার আলী চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দিন টেলিফোন প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪শ ৫৪ ভোট।

(ঢাকাটাইমস/০৮মে/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার, যেভাবে তার উত্থান

চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ!

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুর্দিন দেখছেন পটুয়াখালীর জেলেরা

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সিমিন হোসেন

বিচারের আগে আটক ব্যক্তির ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: আইজিপি

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. আনিকা

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্যদের হতাহতের খবর

পাহাড়ে আমের বাম্পার ফলন, চাষির মুখে হাসি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত ৪

এই বিভাগের সব খবর

শিরোনাম :