উপজেলা নির্বাচন: হরিরামপুরে বিজয়ী হলেন যারা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৪, ১১:১৪
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মত জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সম্পাদক দেওয়ান সাইদুর রহমান ৩১ হাজার ৮৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দোয়াত কমল প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন পেয়েছেন ২০ হাজার ১৬৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ১৯ হাজার ১০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন বই প্রতীকের প্রার্থী ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন। তার প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১৫ হাজার ১৬৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ফুটবল প্রতীকের প্রার্থী শামীমা আক্তার চায়না ২৯ হাজার ৩৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের প্রার্থী জোসনা বেগম পেয়েছেন ২০ হাজার ৫০১ ভোট।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকতা মোহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সকাল ৮ থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৪টায় শেষ হয়।

(ঢাকা টাইমস/০৯মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা