মানিকগঞ্জে বিশেষ অভিযানে ছয় দিনে গ্রেপ্তার ৭৯

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০১৭, ২০:০০

মানিকগঞ্জে গত ছয় দিনে বিশেষ অভিযান চালিয়ে গুলিসহ একটি পিস্তল, চারটি স্বর্ণের বার ও বিপুল পরিমাণ বিভিন্ন মাদকদ্রব্যসহ ৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পুলিশ জেলার সাতটি উপজেলায় বিশেষ অভিযান চালায়। সিঙ্গাইর উপজেলার সিরাজপুর এলাকা থেকে এক রাউন্ড গুলিসহ বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

একই দিন সিঙ্গাইরের উত্তর জাইল্যা গ্রাম থেকে মাসুম মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে চারটি সোনার বার (প্রতিটির ওজন ১০ ভরি) উদ্ধার করা হয়।

এ ছাড়া জেলার সাতটি উপজেলায় ওই ছয় দিনের অভিযানে সাত কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ২৮৫ টি ইয়াবা বড়ি, ২৬ গ্রাম হেরোইন, ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, অস্ত্র, স্বর্ণের বার ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৭৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :