ধর্ষণচেষ্টা: বখাটের ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুটি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০১৭, ২১:০৮| আপডেট : ২২ মে ২০১৭, ২১:৪০
অ- অ+
প্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলায় বখাটের ভয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী পাঁচদিন ধরে স্কুলে যাচ্ছে না। সম্প্রতি দক্ষিণ মৈশাদী গ্রামের মৃত ইব্রাহিম খার ছেলে স্বপন খা শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এরপর থেকেই আতঙ্কে দিন কাটছে শিশুটির। থানায় অভিযোগ করায় শিশুটিকে অপহরণের হুমিক দিয়েছে স্বপন।

দুই বছর আগেও এলাকার আরেকটি শিশুটিকে স্বপন ধর্ষণ করেছিল বলে অভিযোগ রয়েছে। তখন এলাকায় সালিশ করে বিষয়টির সমাধান হয়েছিল।

চাঁদপুর সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই শিশুটি স্কুলে যাওয়ার পথে গত ১৭ মে স্বপন খা চকলেটের লোভ দেখিয়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এলে স্বপন পালিয়ে যায়। এরপর থেকে স্বপন পলাতক রয়েছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে শিশুটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

গত শনিবার বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি জেনে শিশুটিকে বিদ্যালয়ে নিয়ে আসলেও সহপাঠীদের কেউ তার সঙ্গে কথা না বলায় স্কুল থেকে চলে যায় সে। এরপর থেকে শিশুটি সারাদিন কান্না করে, কারো সঙ্গে কথা বলে না, মাকে ছাড়া ঘরের আলাদা কক্ষে যেতে ভয় পায়।

শিশুটির পরিবার জানিয়েছে, ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এরপর থেকে বখাটে মেয়েটিকে অপহরণ করার হুমকি দিচ্ছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লা অলি শিশুটির বাবা-মাকে সান্তনা দিয়ে বখাটেকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনারদের সম্পদের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির
এভিয়েশন কোর্স সম্পন্ন করলেন ২ পুলিশ কর্মকর্তা
স্বেচ্ছায় সরে গেলে ক্ষমা পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা
বিজয় দিবসের রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা