বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ চোরাচালানী গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০১৭, ১৫:৫৪
অ- অ+

যশোরের বেনাপোলের রেলস্টেশন এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ মনির হোসেন নামে এক চোরাচালানীকে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বিজিবি-৪৯ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান, বেনাপোল বাজার থেকে স্বর্ণ পাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা রেল স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় মনিরের দেহে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মূল্য ৪৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আরিফুর রহমান আরও জানান, জব্দ করা স্বর্ণগুলো বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি
দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনারদের সম্পদের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির
এভিয়েশন কোর্স সম্পন্ন করলেন ২ পুলিশ কর্মকর্তা
স্বেচ্ছায় সরে গেলে ক্ষমা পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা