পাটগ্রামে বজ্রপাতে আহত ২০
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে বজ্রপাতের এ হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম জানান, উপজেলার জগৎবেড়, শ্রীরামপুর, বুড়িমারী পানবাড়ি ও পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জসহ বিভিন্ন এলাকায় হঠাৎ বজ্রপাত হয়। এতে অন্তত ২০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাসপাতালে ভর্তি ১৫ জনের মধ্যে একটি মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
এ দিকে ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পাটগ্রাম হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনিশংকর কর।
(ঢাকাটাইমস/২জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন