বগুড়ায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার নওদাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুকুল মিয়া জেলা সদরের দশটিকা গ্রামের হায়দার আলীর ছেলে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই ) ফয়সাল জানান, মুকুল মিয়া শহরে কাজ করার উদ্দেশে বাইসাইকেল করে যাচ্ছিলেন। নওদাপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়াও এর চালককে ধরা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকাটাইমস/৫জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন