লন্ডনে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোক সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ২০:০৩
অ- অ+

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ‘ভয়েস ফর জাস্টিস’-এর উদ্যোগে এক শোক সভা ও দোয়ার মাহফিল হয়েছে।

প্রবীণ কমিউনিটি নেতা জিল্লুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সচিব সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নুর বখশ।

শোক সভায় বক্তব্য রাখেন এস এম আলাউদ্দিন আহমদ, আব্দুল আজিজ সরদার, হাজী তাহির আলী, আফসর মিয়া ছুটু, মাওলানা রফিক আহমদ রফিক, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, নুর বখশ, শিহাবুজ্জামান কামাল, কলা মিয়া, হাজী ফারুক মিয়া প্রমুখ।

বক্তারা নির্মম ও ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পরিবারকে ক্ষতি পূরণের দাবি জানান। সেই সাথে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন।

পরে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/১৮জুন/সিকে/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 
সাংবাদিক লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
গেইলকে ছাড়িয়ে বাবর আজমের বিশ্ব রেকর্ড
নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়লো ৭ দোকান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা