ঝিনাইদহে গুলি ও টাকাসহ পাঁচ অস্ত্র বিক্রেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০১৭, ১৬:১৫ | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ১৩:৫৭

ঝিনাইদ শহরে গুলি ও নগদ টাকাসহ পাঁচ অস্ত্র বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাতে শহরের সিএন্ডবি পুকুর পাড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আনন্দবাজার পদমদী গ্রামের মৃত করিম শেখের ছেলে মো. টিটন শেখ ওরফে টিটু (২৫), একই উপজেলার বড় হিজলী গ্রামের মো. শাহাজাহান মন্ডলের ছেলে মো. মিজানুর রহমান ওরফে মজনু (৩০), বালিয়াকান্দি গ্রামের মো. ইব্রাহিম খলিল মিয়ার ছেলে তারেক হোসেন ওরফে আলমাস (৩০), চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সদর পাড়া গ্রামের মো. আজগর আলী মন্ডলের ছেলে মো. হাসান মিয়া (৩২) ও ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. ফয়সাল (২৫)।

গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন- ঝিনাইদহ শহরের সিএন্ডবি পুকুর পাড়ের একটি বাসার মেসে অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে কয়েক ব্যক্তি অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগজিন ও নগদ ৩৫ হাজার উদ্ধার করা হয়। আটক করা হয় পাঁচ বিক্রেতাকে।

(ঢাকাটাইমস/২৩জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :