চাঁদপুরে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ: ২০০ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৭, ২১:৪৫

চাঁদপুরে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় সাবেক ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম রোমানকে প্রধান আসামি করা হয়েছে।

অপর আসামিরা হচ্ছেন- ইকবাল বেপারি, বিপ্লব, সফিকুল ইসলাম, নিবির, মালেক শেখ, আনোয়ার হাওলাদার, শামীম, কাকন, ইমন ও সোয়াম।

চাঁদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম শুক্রবার রাতে বাদী হয়ে এ মামলা করেন। ঘটনার সাথে সম্পৃক্ত যুবলীগ নেতা ইকবাল বেপারীকে রাতেই আটক করেছে পুলিশ। অবশ্য শনিবার বিকালে আদালত থেকে জামিন নিয়ে তিনি মুক্ত হয়ে যান।

চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, সাবেক ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম রোমানকে ১ নম্বর আসামি করে থানায় মামলা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে ছাত্রলীগের আহত নেতাকর্মীদের দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে এসেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি। তিনি শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের খোঁজ-খবর নেন।

তবে এ ঘটনা নিয়ে কোনো মত দিতে রাজি হননি ডা. দীপু মনি।

প্রসঙ্গত, শুক্রবার বিকালে শহরের শপথ চত্বরে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ হয়।

(ঢাকাটাইমস/২৪জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :