যে প্রক্রিয়ায় নির্বাচিত হয় ভারতের প্রেসিডেন্ট

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন একটি জটিল প্রক্রিয়া বলেই মনে করেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এই নির্বাচন প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হয়। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে কখনও সর্বসম্মত আবার কখনও বা নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন।
ভারতের রাষ্ট্রপতির পদটিকে বলা হয় অরাজনৈতিক পদ। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হলেও, নির্বাচনের পর তিনি আর কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন না। সাধারণত দেখা গেছে যারাই ভারতের রাষ্ট্রপতি হয়েছেন তারাই পরবর্তীতে আর দলীয় রাজনীতিতে ফিরে আসেননি।
সাধারণ নির্বাচনের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের পার্থক্য রয়েছে। সাধারণ নির্বাচনে একটি ভোটের মূল্য এক। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতাদের ভোটের মূল্য এক জটিল পদ্ধতিতে নির্ধারিত হয়। লোকসভা ও রাজ্যসভার সদস্য যারা, তাদের একেকজনের ভোটের মূল্য ৭০৮, রাজ্য বিধানসভার সদস্যদের ভোটের মূল্য নির্ধারিত হয় সেই রাজ্যের বিধানসভার মোট আসন ও জনসংখ্যার নিরিখে। সবচেয়ে বেশি ভোট মূল্য উত্তর প্রদেশের বিধায়কদের, ২০৮। সবচেয়ে কম সিকিম ও অরুণাচল প্রদেশের বিধায়কদের, ৮। পশ্চিমবঙ্গের বিধায়কদের ভোটমূল্য ১৫১।
এবারের ভোটে সাংসদেরা ভোট দেবেন সবুজ ব্যালটে। বিধায়কদের গোলাপি ব্যালট। রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যরা এই ভোটে অংশ নিতে পারেন না। এবারের ভোটে অংশ নেবেন লোকসভার ৫৪৩ ও রাজ্যসভার ২৩৩ জন সদস্য এবং দেশের মোট ২৯টি রাজ্য এবং দিল্লি ও পদুচেরি দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪ হাজার ১২০ জন বিধায়ক।
সব ভোটদাতার ভোট ধরলে এবারের নির্বাচনে মোট ভোট মূল্য ১০ লাখ ৯৮ হাজার ৯০৩। এর মধ্যে সাংসদদের ভোট মূল্য ৫ লাখ ৪৯ হাজার ৪০৮, বিধায়কদের ৫ লাখ ৪৯ হাজার ৪৯৫।
(ঢাকাটাইমস/১৭জুলাই/জেএস)

মন্তব্য করুন