দ্বিতীয় কাবাডি লিগের ফাইনালে আইজিপির পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ২০:৫০

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার কাবাডি স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ কাবাডি লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজোরের দিয়া স্পোর্টিং ক্লাব ২৩-১৭ পয়েন্টে ঢাকার আইডিয়াল ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্তি মহাপরিদর্শক (সংস্থাপন) হাবিবুর রহমান, দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ ব্যাপক প্রচার করায় ক্রীড়া সাংবাদিক, ফটোসাংবাদিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নিতে সহযোগিতা কামনা করেন তিনি।

দ্বিতীয় লিগ কমিটির চেয়ারম্যান ও ওয়ারী বিভাগের উপ কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, মতিঝিল বিভাগের পুলিশের উপ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, বন্দর স্টিল মিলের ব্যবস্থপনা পরিচালক মো. আবুল কালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) গাজী মো. মোজাম্মেল হকসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত: সালাম

স্যাটেলাইট ইমেজে জানা যাবে কোথায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন: ১২২ উপজেলায় প্রতীক বরাদ্দ সোমবার

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :