কল্যাণপুরের মামলায় জঙ্গি সোহেল রিমান্ড শেষে কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৭, ২০:১৯

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ২ দফা ৬ দিনের রিমান্ড শেষে জঙ্গি আব্দুস সবুর খান ওরফে হাসান ওরফে হাতকাটা সোহেল মাহফুজকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ৬ দিনের রিমান্ড শেষে এ আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে হাজির করেন।

এর আগে গত ২৫ জুলাই এ আসামীর তিন দিন এবং গত ২৯ জুলাই আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে গত ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্করিণী এলাকার ফজলুর রহমানের আমবাগানের টংঘর থেকে সোহেল মাহফুজকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলায় গত ৯ জুলাই সাত দিন এবং গত ১৭ জুলাই ছয় দিনের রিমান্ড শেষে গত ২৩ জুলাই স্বীকারোক্তি প্রদান করেন তিনি।

রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে গত বছরের ২৬ জুলাই ভোররাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই বাড়ির পঞ্চম তলায় ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/২আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :