সরকারকে চরম মূল্য দিতে হবে: মওদুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২০:৫৪ | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ২০:২৯

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সরকারকে একদিন চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, রায়ের বিরুদ্ধে অবস্থান প্রমাণ করে ক্ষমতাসীনরা সত্যিকার অর্থেই বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করতো না।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘সরকার ও সরকারি দল উচ্চ আদালত কর্তৃক একটি দেয়া একটি রায়কে চ্যালেঞ্জ করে বসেছে। তাদের এ অবস্থানে জাতি স্তম্ভিত। আর এ জন্য একদিন না একদিন সরকারকে চরম মূল্য দিতে হবে। ’

সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘আমরা যারা বিরোধীদল তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি যে, আমরা নিম্ন আদালত থেকে ন্যায় বিচার পাচ্ছি না। কারণ নিন্ম আদালত সরকারের নিয়ন্ত্রণে। সেই অর্থে আমরা দেশের কোনও আদালত থেকেই যখন ন্যায়বিচার পাচ্ছি না। ঠিক তখন সুপ্রিম কোর্ট ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়ে কিছুটা হলেও জনমনে আশার আলো দেখাতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার ও সরকারি দলের মূল উদ্দেশ্য ভয়-ভীতি ও শঙ্কা সৃষ্টি করে বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। আর তাই সরকার প্রধান থেকে শুরু করে সরকারি দলের মন্ত্রিপরিষদ এই রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে।’

মওদুদ বলেন, ‘সম্প্রতি ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকার ও সরকারি দলের নেতাদের সুর কিছুটা নরম হয়েছে। তাই দলটির দায়িত্বশীল একজন নেতাকে সম্প্রতি বলতে দেখেছি, এই রায় নিয়ে ভেবে চিন্তে জেনে শুনে কথা বলবেন। প্রশ্ন জাগে তাহলে কী তারা (ক্ষমতাসীনরা) এতো দিন ষোড়শ সংশোধনী বাতিলের রায় না পড়েই কথা বলেছেন ?’

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সম্পর্কে মওদুদ বলেন, ‘উনি একজন নির্লজ্জ ও অসৎ ব্যক্তি। তিনি প্রধান বিচারপতি ছিলেন ভাবতে লজ্জা লাগে। কারণ এই ব্যক্তিটি দেশের অনেক উজ্জ্বল ভবিষ্যত ধূলিসাৎ করে দিয়েছেন।’

বন্যা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ- অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় লাখ লাখ মানুষ অনাহারে, এক প্রকার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। কাজেই প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) একদিনের জন্য ত্রাণ বিতরণে গেছেন যা মুখ দেখানো।’ এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগ বন্যার পাশাপাশি মানব সৃষ্ট রাজনৈতিক দুযোর্গ থেকে রেহাই পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ)।

ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আব্দুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

ঢাকাটাইমস /২১আগস্ট/বিইউ/জেডএ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

এই বিভাগের সব খবর

শিরোনাম :