মির্জাপুরে প্রধান শিক্ষকদের নিয়ে ফলোআপ ওয়ার্কশপ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ১৬:৪৭

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ফলোআপ ওয়ার্কশপ হয়েছে।

রবিবার ইউএসএআইডির অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এই ওয়ার্কশপের আয়োজন করে।

মির্জাপুর উপজেলা কৃষি মিলনায়তনে আয়োজিত ভার্কের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তৃতা করেন, মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর শহিদুল ইসলাম, ভার্কের সিনিয়র টেকনিক্যাল অফিসার (রিডিং) হেমন্ত কুমার মল্লিক, সেভ দ্য চিলড্রেনের প্রোজেক্ট অফিসার সহিদুল ইসলাম, সিনিয়র টেকনিক্যাল অফিসার (এম অ্যান্ড ই) মো. শাহজালাল।

ওয়ার্কশপে মির্জাপুর উপজেলার ২০ জন প্রধান শিক্ষক ফলোআপ ওয়ার্কশপের অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :