রোগীদের সঙ্গে প্রতারণা, আটজনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ১৯:৫২

রাজধানীর শেরেবাংলা নগর পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের প্রতারিত করার দায়ে দালাল চক্রের আট সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সুমন (২২), মো. বিল্লাল হোসেন (৪০), মো. শাওন (২৪), মো. হাবিব (৩০), মো. জহির (২৬), মো. আবদুস সামাদ (২৬), ফাতেমা বেগম (৩৪) এবং মো. মহিবুল (২৫)। এদের মধ্যে সাতজনকে এক মাসের কারাদণ্ড ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

রবিবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, রবিবার দুপুর ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত

শেরেবাংলা নগর থানার জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে র‌্যাব-২ একটি অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে হাসপাতালের সামনে থেকে রোগীদের সঙ্গে দালালি ও প্রতারণা করার দায়ে আটজনকে আটক করে এই দণ্ড দেয়া হয়।

র‌্যাবের ওই সূত্রটি জানিয়েছে, গ্রেপ্তারকৃত দালাল ও প্রতারক চক্রের সদস্যরা র‌্যাবকে জানিয়েছে, তারা পঙ্গু হাসপাতালে আগত রোগীদের কম টাকায় চিকিৎসা করার প্রলোভন দেখিয়ে দালালদের এজেন্টভুক্ত ক্লিনিকে নিয়ে যায়। দালাল চক্র ক্লিনিকের মালিকদের কাছ থেকে কমিশনে টাকা নেয়। এক্ষেত্রে সাধারণ রোগীরা দুইভাবে প্রতারিত হয়। প্রথমত ক্লিনিকের নিম্নমানের চিকিৎসা, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ, দ্বিতীয়ত এসব ক্লিনিকে চিকিৎসার খরচ অনেক বেশি, ফলে রোগীর আর্থিক ক্ষতির শিকার হচ্ছে।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি ২৯১ ধারা মোতাবেক দালাল চক্রের সাতজনকে এক মাসের এবং অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে র‌্যাবের হাতে ১২ চাঁদাবাজ গ্রেপ্তার

দুই দফায় রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার

এনআইডি প্রকল্পের কর্মকর্তা দিতেন তথ্য, কার্ড বানিয়ে আয় কোটি টাকা

রিমান্ডে অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন: ডিবি 

পুলিশ হেফাজতে মৃত্যু: যাত্রাবাড়ীর ওসি ফরমানের বিরুদ্ধে মামলা

বেইলি রোডের আগুন: কাচ্চি ভাইয়ের মালিক সিরাজ গ্রেপ্তার, দুই দিনের রিমান্ডে

নাপিত-হকার মিলে বানায় খাওয়ার স্যালাইন, ৪০ শতাংশ কমিশনে কিনে ডিলাররা

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী আবুল কাশেমের বিরুদ্ধে দুদকের মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :