রোহিঙ্গাদের জন্য এলো সৌদি আরবের ত্রাণ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৭ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৬

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী কর্তৃক নৃশংস হামলার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এই প্রথম ত্রাণ পাঠালো সৌদি আরব। ৯৩ দশমিক ৮১ টন ত্রাণসামগ্রী নিয়ে সৌদি আরবের একটি বিমান বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামে পৌঁছায়।

শুক্রবার সকাল নয়টায় চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন সৌদি আরবের রয়েল দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমির ওমর সেলিম ওমর।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, ৯৩ দশমিক ৮১ টন ত্রাণসামগ্রী নিয়ে সৌদি আরবের প্রথম বিমান চট্টগ্রামে এলো। বিমানটি বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

তিনি জানান, ত্রাণসামগ্রীর মধ্যে চাল, ডাল, ময়দা, চিনি ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী রয়েছে। ইতোমধ্যে এসব ত্রাণসামগ্রী কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশ্যে পাঠানো শুরু হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া, মরক্কো, ইন্দোনেশিয়া, ইরান ও ভারত ত্রাণসামগ্রী পাঠালেও এই প্রাথম ত্রাণসামগ্রী পাঠালো সৌদি আরব। তবে সৌদি সরকার ইতোমধ্যে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠির জন্য দেড় কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত: সালাম

স্যাটেলাইট ইমেজে জানা যাবে কোথায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন: ১২২ উপজেলায় প্রতীক বরাদ্দ সোমবার

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :