জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৯

জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এনায়েত হোসেনের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে তার অবসর-উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জর্ডান বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মো. এনায়েত হোসেনকে তার অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে ১ অক্টোবর ২০১৭ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে জর্ডানে রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ চুক্তিভিক্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।’

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে দুইজন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, গর্ভনমেন্ট প্রিন্টিং প্রেসের উপপরিচালক মজিবুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :