পুর্তগালে এমপি তাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:১০

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য এ বি তাজুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট এক সংসদীয় প্রতিনিধি দল তিনদিনের সরকারি সফরে ২৫ সেপ্টেম্বর পর্তুগাল আসেন।

সংসদ সদস্য মো. আফসারুল আমিন এবং হুইপ ইকবালুর রহিম ছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা এ প্রতিনিধি দলে ছিলেন।

তিন দিনের সফরে প্রতিনিধি দল পর্তুগালের লিসবনে স্থাপিত ১৯৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির ‘শহীদ মিনার’ পরিদর্শন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্তুগাল বিভিন্ন যুদ্ধে অংশ নেয়া যোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে নির্মিত ‘কোম্বাটেন্টস যাদুঘর’ পরিদর্শন করেন।

এ সময় যাদুঘরের পরিচালক ইসাবেলা মার্টিন্স-এর সাথে যোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে এবং তাদের কল্যাণে গৃহিত পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দল।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/আরএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :