ফরিদপুরে বালু উত্তোলন বন্ধ, ১২০০ ফুট পাইপ ধ্বংস

সাজ্জাদ বাবু, ফরিদপুর থেকে
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ০০:০৩

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ধ্বংস করা হয়েছে বালি উত্তোলনে ব্যবহৃত ১২০০ ফুট পাইপ। অভিযানের সময় মালিকসহ কোনো লোকজন পাওয়া না যাওয়ায় কাউকে সাজা দেওয়া সম্ভব হয়নি।

মঙ্গলবার পরিচালিত এ অভিযানে সদরপুর থানা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করেন।

জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সজল চন্দ্র শীল মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া সংলগ্ন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থলে অবৈধ বালি উত্তোলনকারী কোনো লোকজন পাওয়া যায়নি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১২০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া নদী থেকে বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ রূপে অবৈধ।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :