সৌদিতে লিফট দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৯:৫৩

সৌদি আরবের তায়েফে লিফট দুর্ঘটনায় আব্দুল মছব্বির (৪৪) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মছব্বির সুনামগঞ্জের ছাতক উপজেলায় করছখালী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, জীবিকার তাগিদে গত ৬মাস আগে সৌদি আরবের তায়েফে যান মছব্বির। সেখানে হোটেল দিবানের লিফটে করে কাজে যোগদানের জন্য মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টায় পাঁচতলায় উঠছিলেন। এসময় তার ছিঁড়ে লিফটটি নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন মছব্বির। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৪টায় তিনি মারা যান।

নিহত শ্রমিক আব্দুল মছব্বিরের মামাত ভাই আপতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, সৌদি আরবে মছব্বির ভাইয়ের শালাসহ আত্মীয় স্বজন আছে। তাদের সাথে কথা হয়েছে। লাশ এখন সেখানের একটি হিমাঘারে রাখা হয়েছে। পরিবারের অবস্থা খারাপ থাকায় বিদেশে গিয়েছিল টাকা উপর্জন করে পরিবারের সচ্ছলতা ফিরেয়ে আনার জন্য। কিন্তু তিনি মারা যাওয়ায় এখন দুই ছেলে, দুই মেয়ে নিয়ে ভাবী খুব অসহায় হয়ে পড়েছে। তার লাশ আনতে অনেক টাকা লাগবে। এত টাকা কোথায় পাব আমরা। দেশে লাশ আনা হবে না সেখানেই দাফন হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান তিনি।

তার দাবি, বাংলাদেশ সরকার যেন সে দেশের সরকারের সাথে কথা বলে এই গরিব পরিবারের কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, লোক মুখে শুনেছি করছখালী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মছব্বির (৪৪) নামে এক শ্রমিক সৌদি আরবে লিফট দুর্ঘটনায় নিহত হয়েছে। (ঢাকাটাইমস/০৪অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :