বেনাপোলে সোনার বারসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৪:০১ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৭, ১৩:৫৮

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে আটটি সোনার বারসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।

এরা হলেন-শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কালিনগর গ্রামের আকবর আলীর ছেলে সুজন মিয়া এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলার সদরের আব্দুর রহিম মোল্লার ছেলে জনি মোল্লা।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার আব্দুস সাদেক জানান, শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকা থেকে দুইজনকে আটক করে। তারা ভারতে যেতে চেয়েছিলন। পরে তাদের দেহ তল্লাশি করে আটটি সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৩২ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান। জব্দ সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।

আটক দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :